দিশেহারা বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো জিততে পারেনি বাংলাদেশ। চলতি সফরেও টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেছে টাইগাররা। তবে পচেফস্ট্রুমে আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে খানিকটা হলেও প্রাপ্তি নিয়ে দেশে ফিরতে চেয়েছিল টাইগার দলপতি সাকিব। 
প্রিটোরিয়াসকে আগের বলেই পুল করে ছক্কা মেরে পরের বলে আবারও করলেন পুল কিন্তু এবার আউট। উইকেট পতনের মিছিলে লিটন দাস আউট হলেন ৭ বলে ৯ রান করে। বাংলাদেশের রান ১১.২ ওভারে ৬ উইকেটে ৯৩।
আগের ম্যাচে আউট হয়েছেন ৪৭ রানে। আগেও ফিরেছেন ৪৮, ৪৩, ৪২ রানে। এবারও সম্ভাবনা জাগিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি হলো না সৌম্য সরকারের। ফিরলেন ৪৪ রানে। বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসোকে স্লগ সুইপে উড়িয়ে মেরেছিলেন মিড উইকেট দিয়ে। একদম সীমানায় দাঁড়িয়ে ক্যাচ নিলেন হেনড্রিক্স। ২৭ বলে ৪৪ রানে ফিরলেন সৌম্য। ৯ ওভারে রান ৫ উইকেটে ৭২।
দিশেহারা বাংলাদেশ। ১১.২ ওভারে ৯৩/৬। 
দুমিনির আগের বলে চার মেরে পরের বলে আউট সাব্বির। ৫ রানে ফিরলেন সাব্বির। ৫.২ ওভরে বাংলাদেশ ৪ উইকেটে ৩৭।
সাকিবকে হারানোর ধাক্কা না সামলে উঠতেই বিদায় মুশফিকুর রহিমের। ফ্রাইলিংকের বলে আউট হলেন ২ রানে। স্কুপ করেছিলেন মুশফিক কিন্তু বলটি তার ব্যাটের মাঝে হালকা লেগে সোজা কিপারের গ্লাভসে। ৪.২ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ৩২।
দুমিনির বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাংলাদেশ হারাল সাকিবকে। ইমরুলের আউটের পরপরই আরেকটি বড় ধাক্কা। দুমিনিকে বোল্ড করেছিলেন সাকিব। বোল্ড করেই বদলা নিলেন দুমিনি। ২ রানে আউট সাকিব। বালাদেশ ৩.২ ওভারে ২ উইকেটে ২৯।
দুমিনির বল কাভারে ঠেলেই রান নিতে ছুটলেন সৌম্য। শুরুতে দাঁড়িয়ে থেকে পরে সাড়া দিলেন ইমরুল। রান আউটে কাটা পড়লেন ইমরুল কায়েস। ফিরে গেলেন ৬ রানে। বাংলাদেশ ২ ওভারে ১ উইকেটে ২১। নিজেদের রেকর্ড করে জিততে হবে আর ব্যাটিং এ নেমে প্রথম ওভারে ১৬ রান তুলেন দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। 
এরআগে টস হেরে ব্যাটিং এ নেমে হাশিম আমলার দুর্দান্ত ৮৫ রানের পর ডেভিড মিলারের টর্নেডো সেঞ্চুরি। দুইয়ের যোগফলে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড! ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৪ উইকেটে ২২৪। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৭৮। পরের ৫ ওভারে উঠেছে ৫৬ রান। আর শেষ ৫ ওভারে ৯০ রান!টি-টোয়েন্টি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে মিলার অপরাজিত ৩৬ বলে ১০১ রানে। তবে জীবন পেয়েছেন শূন্য রানে।