হেরে যা বললেন সাকিব

হোয়াইটওয়াশ দিয়ে টি-টোয়েন্টির অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ২০ রানে হার। ও ম্যাচে মোটামুটি লড়লেও রোববার শেষ ম্যাচে দাঁড়াতেই পারলেন না সাকিবরা। ৮৩ রানের বিরাট হার। এমন হারের পর কি বললেন বাংলাদেশ অধিনায়ক?
সাকিবের মতে, মিলারই সব শেষ করে দেন। তার অমন ব্যাটিংয়েই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ৩৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার।
ম্যাচ শেষে মিলারের প্রশংসা করে সাকিব বলেন, সব কৃতিত্ব মিলারের। ও যেভাবে ব্যাট করেছে তাতে ম্যাচ থেকে আমরা দ্রুত ছিটকে গেছি। প্রথম দশ ওভারে আমরা ভালোই করেছিলাম। আমরা এবিডির উইকেট নিতে পেরেছিলাম। কিন্তু মিলার যেভাবে ব্যাট করলো তা চিন্তা করা যায় না। এই উইকেটে আমি মিরাজের কাছ থেকে অারও ভালো আশা করেছিলাম।
প্রতিটা হারকে এক একটা শিক্ষা বলে আসছিলেন বাংলাদেশের অধিনায়কেরা। এদিনও একই কথা বললেন সাকিব। তার কথা, এটা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। সামনে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।