বাংলাদেশের বিরুদ্ধে ৬ ওভারে ১ উইকেটে ৫৯ রান করেছে পাকিস্তান

বাংলাদেশের বিরুদ্ধে ৬ ওভারে ১ উইকেটে ৫৯ রান করেছে পাকিস্তান। মিরপুর স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করছে। আহমদ শেহজাদ ৩৪ ও মোহাম্মদ হাফিজ ৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
আহমদ শেহজাদ ও কামরান আকমল জুটি বেশ ভালো সূচনা করেছিল। এই  জুটির অবসান ঘটনা আবদুর রাজ্জাক রাজ। তিনি কামরানকে (৯) বিদায় করেন। ফাইন লেগে জিয়া দুর্দান্ত ক্যাচ লুফে নেন।
টি২০ বিশ্বকাপে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মান রক্ষার ম্যাচ। আর পাকিস্তান এই ম্যাচে জিততে তাদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে।
দুই দলে যারা রয়েছেন
বাংলাদেশ : তামিম ইকবাল, আনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, নাসির হোনেস, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, মাশরাফি মর্তুজা, আবদুর রাজ্জাক, আল-আমিন হোসেন।
পাকিস্তান : কামরান আকমল, আহমদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমর, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর, সাইদ আজমল।