বিপিএলের ম্যাচের সময় পরিবর্তন

আগেই ধারণা করা হচ্ছিল ২৪ তারিখ খুলনায় বিপিএলের ম্যাচ না-ও হতে পারে। কারণ সেইদিন খুলনাতে অবস্থান করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই কারণেই এমনটা হতে পারে। কিন্তু সেই আশঙ্কা এখন আর নেই। কারণ গতকালই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জরুরি পরিস্থিতির কারণে ২৪শে জানুয়ারিতে খুলনায় ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। ঐ দিন  দুপুর দুইটা পূর্ব সময়ানুযায়ী বরিশাল বার্নার্স ও চিটাগাং কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন হয়ে একই দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তবে ঐ দিন খুলনা রয়েল বেঙ্গল ও দুরন্ত রাজশাহীর ম্যাচটি অনুষ্ঠিত হবে পূর্বনির্ধারিত সময়ে সন্ধ্যা ছয়টায়ই। কমলো টিকিটের দাম
অবশেষে মাঠে দর্শক টানতে টিকিটের দাম কমলো বিপিএলের দ্বিতীয় আসরের। আর এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দর্শকদের জন্য এটি সুখবর হতে পারে। কমানো হয়েছে গ্যালারির টিকিটের দাম। এই সুযোগ সাধারণ গ্যালারির দর্শকদের জন্য।  ৩৫০ টাকার টিকিট পাওয়া যাবে ২০০ টাকায় এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির ৫০০ টাকা দামের টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। খুলনা  শেখ আবু নাসের  স্টেডিয়ামের পশ্চিম ও পূর্ব গ্যালারির টিকিটও ২০০ টাকায় এবং চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের সাধারণ গ্যালারির টিকিট ২০০ টাকা করে বিক্রি হবে। এরপর ঢাকার রাউন্ড শেষ করে বিপিএল আজ থেকে শুরু হচ্ছে খুলনায়। খুলনার দর্শকরাই প্রথম গ্যালারির মূল্য ছাড়ের সুবিধা পাচ্ছেন। এরপর খুলনা পর্ব শেষ করে বিপিএল চলে যাবে চট্টগ্রামে। আর সেখান থেকেই আবারও ঢাকায় বিপিএল শেষ হবে ১৯শে ফেব্রুয়ারির ফাইনাল দিয়ে।