আকরামদের উপর নতুন দায়িত্ব

অতীত থেকে একটি দারুণ শিক্ষা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দল নির্বাচনের বাইরে বয়সভিত্তিক দল বাছাই করতে গিয়ে অতীতের নির্বাচকরা একটি দায়সারা ভাব দেখিয়েছেন। নির্বাচকরা যুক্তি দেখিয়েছেন তাদের কাজের পরিধির বাইরে গিয়ে বয়সভিত্তিক দল গড়তে হয়। সেই অভিজ্ঞতার আলোকেই এবার জাতীয় নির্বাচক কমিটির চাকরির চুক্তিতে লিখে দেওয়া হয়েছে জাতীয় দল ছাড়াও বয়সভিত্তিক দল নির্বাচন করতে হবে। আর বোর্ডের এই নয়া শর্ত বেশ ভালোভাবেই মেনে নিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান। 'চুক্তিপত্রের শর্তগুলোতে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিসিবি সিইও জানতে চেয়েছিলেন আমাদের কোনো শর্ত আছে কি না। সব কিছু দেখার পর মনে হয়েছে বাহুল্য কিছু নেই, যা আমাদের কাজের পরিপন্থী হতে পারে। আমরা জানিয়েছি বোর্ডের শর্তে আমাদের কোনো আপত্তি নেই।' গতকাল নির্বাচক কমিটির তিন সদস্য বোর্ডের প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদের সঙ্গে দেখা করার পর বেশ সন্তুষ্ট মনে হয়েছে আকরাম খানকে। তবে একটি ব্যাপারে আকরাম খানের নির্বাচক কমিটি বোর্ডের কাছে প্রস্তাব দিয়েছে। আর সেটি হলো জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলোর বিদেশ সফরে দলের সঙ্গে একজন নির্বাচক সঙ্গে থাকা। চাকরির চুক্তিপত্রে বিদেশ সফরের ব্যাপারটি লিখিত আকারে না থাকলেও প্রধান নির্বাহী আশ্বস্ত করেছেন বোর্ডের কার্যনির্বাহী সভায় এটি ইতিবাচকভাবে আলোচিত হবে। বর্তমানে বিদেশ সফরে নির্বাচকদের নেওয়াটা বাধ্যতামূলক নয়, তার বদলে বোর্ড পরিচালকদের একজন পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে থাকেন। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে, এই পর্যবেক্ষকের দায়িত্বটি অনেকেই ভালোভাবে পালন করতে পারেননি।