যত নষ্টের মূল হচ্ছে টস !

দিবা রাত্রির ম্যাচে টস সব সময় অনেক বড় একটা ফ্যাক্টর। টস জিতলে ম্যাচ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু সিদান্ত নিতে ভুল করলেই বিপদ। টসই যেন এখন বাংলাদেশের কাছে যন্ত্রণার বিষয় হয়ে গেছে। গত তিনটি ম্যাচে টসে জিতেছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিন ম্যাচের মধ্যে একটি জয় পেলেও বাকি দুটি ম্যাচে হারার পেছনে অনেকে টসকেই দায়ী করছেন অনেকে। কেননা ভারতের মতো বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কেন ফিল্ডিং নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। হারার পেছনে একেই প্রধান কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ায় সে ম্যাচে টস নিয়ে কোন সমালোচনা হয়নি। তবে উইকেটের অবস্থা জানার পরও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেন প্রথমে ব্যাটিং নেওয়া হলো তা নিয়ে দর্শকদের অভিযোগের শেষ নেই। সাকিবের এ যেন উভয় সঙ্কট। প্রথমে ব্যাটিং নিলেও সমস্যা। ফিল্ডিং নিলেও সমস্যা। আসলে ম্যাচ হারলেই যত সমালোচনা হয়। জিতলে সিদ্ধান্ত যাই হোক তা নিয়ে কেউ টু শব্দও করে না। তাই এখন সাকিবের সামনে একটাই পথ 'জয়'।