জয় ছাড়া সাকিবরা আজ কিছুই ভাবছেন না

স্বপ্ন আর বাস্তবতার দোলাচলে আজ মাঠে নামছেন সাকিবরা। জিতলে স্বপ্নের বিশ্বকাপ বাংলাদেশে জেগে উঠবে নতুন রূপে। হারলে আর একটি স্বপ্নের মৃত্যু। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে টাইগারদের। আশাহত হবে ১৬ কোটি মানুষ। তাই আজ বাঁচামরার লড়াইয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামছে বাংলাদেশ। যদিও বাস্তবতার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড থাকবে এগিয়ে। ইংলিশরা চার ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালের পথে। আর বাংলাদেশ তিন ম্যাচের দুইটিতে হেরে ধুঁকছে। তবে আজকের ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা। তাদের বড় অনুপ্রেরণা দর্শক ও স্পিন। স্পিনই পারে বাংলাদেশকে উদ্ধার করতে।বেশ কিছুদিন থেকে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে অপ্রত্যাশিতভাবে ৫৮ রানে অলআউট হয়ে যাওয়ায় বাংলাদেশের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হয়েছে 'আনপ্রেডিকটেবল' শব্দটি। বাংলাদেশ কখন ভালো করবে আর কখন ভেঙে পড়বে বলার উপায় নেই। এ কারণেই ভয় পাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ডু স্ট্রাউস। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দেশের মাটিতে বাংলাদেশ খুবই ভয়ঙ্কর দল। তারা স্পিনে খুবই ভালো। বাঁহাতি স্পিনারদের বল মোকাবিলা করাই কঠিন। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব।' জয়ের জন্য মুখিয়ে রয়েছেন টাইগাররাও। স্বাভাবিক পারফরম্যান্স দেখাতে পারলেই হারানো সম্ভব বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'কৌশল ভালো ক্রিকেট খেলা। দলের সবাই মানসিকভাবে চাঙ্গা আছেন। যেহেতু দেশের মাটিতে খেলা, তাই সেরাটা দিতে পারলে ইংল্যান্ডকে হারানো সম্ভব।'আজকের ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। টাইগাররা সবাই সুস্থ আছেন। তবে ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ড ব্রড। গত ম্যাচে ব্রডের চমৎকার বোলিংয়েই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে চার উইকেট নিয়ে প্রোটিয়াসদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন তিনি। তাই দুর্দান্ত এই বোলারকে হারিয়ে চিন্তার রেখা পড়েছে স্ট্রাউসের কপালে। পিটারসেনের পর ব্রডের ইনজুরিকে দর্শকরা ইংল্যান্ডের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন। তবে ব্রডের পরিবর্তে আসা ট্রেমলেটও ভালো করবেন বলে জানালেন ইংলিশ অধিনায়ক। তবে স্ট্রাউসের ভয় তামিমকে নিয়ে। কেন না চট্টগ্রামের মাঠ যেন তামিমের জন্য উর্বর ভূমি। তাছাড়া জহুর আহমেদ স্টেডিয়ামে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানও তিনি। তবে ঘরের মাঠে এখন কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। কিন্তু এই ভেন্যুতে সর্বশেষ ম্যাচটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৯৬ বলে ৯৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি। তাই আজ সেঞ্চুরির জন্য যে তামিম মুুখিয়ে থাকবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তাই সংবাদ সম্মেলনে তামিমের কথাই বললেন স্ট্রাউস। 'ও (তামিম) খুবই ভয়ঙ্কর এক ব্যাটসম্যান। একবার মারতে শুরু করলে আটকানোই দায়।'ইংলিশদের প্রধান ভরসা তাদের ব্যাটিং নিয়ে। ফর্মের তুঙ্গে রয়েছেন অধিনায়ক স্ট্রাউস। চার ম্যাচে তিনি ৭০ গড়ে করেছেন ২৮০। যা এই বিশ্বকাপের এখন দ্বিতীয় সর্বোচ্চ। জোনাথন ট্রট ও ইয়ান বেলও রানের মধ্যেই আছেন। তবে চট্টগ্রামের এই ফ্লাড উইকেটে কতটা ভালো করবে তা নির্ভর করবে শফিউল-রাজ্জাকরা বোলিংয়ে কতটা দৃঢ়তা দেখাতে পারেন তার উপর।তিনবারের ফাইনালিস্ট ইংল্যান্ড শিরোপা ক্ষুধা মেটাতেই এবার উপমহাদেশে এসেছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে এই আসরের অন্যতম ফেভারিটের ভারতের সঙ্গে 'টাই' করে তাদের সামর্থ্য সম্পর্কেও ক্রিকেট বিশ্বকে অবহিত করেছে। শেষ ম্যাচে প্রোটিয়াসদেরকে হারালেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরেছে তারা। আর বাংলাদেশের কাছে হেরেছে আয়ারল্যান্ড। তাই আজকের ম্যাচটিতে জয়ের স্বপ্ন দেখছে দেশবাসী। তাছাড়া এই ভেন্যুতে গত দুটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। তাই আশায় বুক বেঁধে আছে ক্রিকেটামোদীরা।