ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও হারের মুখ দেখেছে শ্রীলঙ্কা।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার (১৭ অক্টোবর) ৭ উইকেটে হেরেছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ইনিংসপ্রতি ২১ ওভারে। নির্ধারিত এই ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে দীনেশ চান্দিমালের দল। জবাবে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে এদিন দলকে ভালো শুরুই এনে দিয়েছিলেন ওপেনার নিরোশাণ ডিকওয়েলা ও সাদিরা সামারাউইকরামা। ৩৫ রান করে সামারাউইকরামা ও ৩৬ রান করে ডিকওয়েলা সাজঘরে ফেরেন সাজঘরে। দুজনের মাঝখানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন জীবন মেন্ডিসও।
তবে রানের গতি ধরে রাখেন অধিনায়ক চান্দিমাল। তবে তার ৩৪ রানের ইনিংসকে সঙ্গ দিতে পারেননি কেউ। দাসুন শানাকার ব্যাট থেকে আসা ২১ রান ছাড়া আর কারও রানই পৌঁছায়নি দুই অঙ্কের ঘরে। এই বিপর্যয়ে ১৫০ রানেই থামে লঙ্কানরা।
ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ চারটি এবং টম কুরান তিনটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে জয় পেতে খুব একতা বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। শুরুতেই জনি বেয়ারস্টো ও ওয়ান ডাউনে নামা জো রুট সাজঘরে ফিরলেও দলকে পথ হারাতে দেয়নি আরেক ওপেনার জেসন রয়ের ব্যাটিং। ৪১ রান করে তার বিদায়ের পর দলের হাল ধরেন এউইন মরগ্যান ও বেন স্টোকস। শেষ পর্যন্ত এই দুজনই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। মরগ্যান ৫৮ ও স্টোকস ৩৫ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে আমিলা আপনসো দুটি ও আকিলা ধনঞ্জয়া একটি উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আদিল রশিদ। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১৫০/৯ (২১ ওভার); ডিকওয়েলা ৩৬, সামারাউইকরামা ৩৫; আদিল ৩৬/৪, কুরান ১৭/৩
ইংল্যান্ড ১৫৩/৩ (১৮.৩ ওভার); মরগ্যান ৫৮, রয় ৪১; আপনসো ২৭/২
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
আরও পড়ুন: সাকিব-তামিম নেই বলে নির্ভার নয় জিম্বাবুয়ে
The post দৈর্ঘ্য কমার ম্যাচেও শ্রীলঙ্কার পরাজয় appeared first on বিডিক্রিকটাইম.
from বিডিক্রিকটাইম https://ift.tt/2Ow2c4A