শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলার শেষে ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ২০৯ রান যোগ করে বড় সংগ্রহের আশা জাগালেও দ্বিতীয় দিনে সে স্বপ্ন ম্লান হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের। স্বাগতিকদের দাপুটে বোলিংয়ে মাত্র ১০০ রান যোগ করে প্রথম ইনিংসে ৩০৯ রানে অল-আউট হয়েছে সফরকারীরা। জবাবে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৬৫ রান।
আগের দিনের ২০৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরুর পর কোনো রান যোগ না করেই সাজঘরে ফিরেন দুই অপরাজিত ব্যাটসম্যান শামিম হোসেন (৪৩) ও তৌহিদ হৃদয় (৫৪)।
এ দুজনের দ্রুত বিদায়ের পর ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি আকবর আলিও। সাজঘরে ফিরেন মাত্র ১৭ রান করে। এর ফলে ২৩৩ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে সফরকারীদের। এরপর দলকে একাই টেনে নেন সাত নম্বর অবস্থানে ব্যাট করতে নামা অমিত হোসেন।
বাকি ব্যাটসম্যানদের কেউ নিজেদের ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে না পারলেও ৯৯ বল মোকাবেলায় ৬ চারের সাহায্যে অমিতের অনবদ্য ৬৪ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৩০০ রানের দেখা পায় বাংলাদেশের যুবারা। শেষ ব্যাটসম্যান হিসেবে চামিন্দুর চতুর্থ শিকারে পরিণত হয়ে আউট হলে ৩০৯ রানে প্রথম ইনিংস থামে সফরকারীদের।
প্রতিপক্ষ শিবিরের বোলারদের মধ্যে সবচেয়ে সফলতার পরিচয় দিয়ে ৬৮ রান খরচায় চামিন্দু ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ড্যানিয়েল, সানজাইয়া ও মেন্ডিস প্রত্যাকে দুটি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে এরপর ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১ উইকেটে ৬৫ রান যোগ করে দিনের খেলা শেষ করে স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক হৃদয় একমাত্র সাফল্যটি এনে দেন সফরকারীদের।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
প্রথম চারদিনের ম্যাচ, দ্বিতীয় দিন শেষে;
বাংলাদেশ অ.১৯ দল: প্রথম ইনিংসে ৩০৯/১০।
তানজিদ ৪২(৩১), প্রান্তিক ৪৫(১১৪), মাহমুদুল ১৯(৭১), তৌহিদ ৫৪(১০৭), শামিম ৪৩(৬৬), আকবর ১৭(২৮), অমিত ৬৪(৯৯), রাকিবুল ৬(২৪), রিশাত ৪(৩৮), শরিফুল ৪(৭), শাহিন ১(২২)*; চামিন্দু ৬৮/৪।
শ্রীলঙ্কা অ.১৯ দল: প্রথম ইনিংসে ৬৫/১।
পারানাভিথানা ৩৫*, মিশ্র ১৯, পেরেরা ৫*; হৃদয় ৭/১।
আরও পড়ুনঃ জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা
The post আশা জাগিয়েও বড় সংগ্রহ পাওয়া হল না বাংলাদেশের appeared first on বিডিক্রিকটাইম.
from বিডিক্রিকটাইম https://ift.tt/2RWiSAe