বিশ্বকাপের ট্রফি ইতোমধ্যে বাংলাদেশে এসেছে। ট্রফির সঙ্গে ফটোসেশনও শেষ হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সুযোগ পেলে ভালো করার কথা জানিয়েছেন তিনি।
বিশ্বকাপের আর বেশি দেরি নেই। আর কয়েকমাস পরেই ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে ঘিরে দল গোছানো শুরু করে দিয়েছে। ট্রফি ট্যুরে বর্তমানে বাংলাদেশে বিশ্বকাপটি। সকালে মিরপুরে এসে পৌঁছেছে ক্রিকেটের সবচেয়ে মূল্যবান ট্রফিটি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছিলেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। সকালে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোসেশন করেছে ক্রিকেটাররা। স্কোয়াডে অনেক ক্রিকেটারই হয়ত বিশ্বকাপ ট্রফিকে এত কাছ থেকে দেখেছেন। অনেকেই হয়ত স্বপ্ন বুনছেন আগামী বছর এই ট্রফির জন্য লড়ার। বড়দের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা না থাকলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর।
মেহেদী মিরাজ জানিয়েছেন বিশ্বকাপ খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবেন তিনি। এছাড়াও বিশ্বকাপ মতো বড় মঞ্চে খেলার স্বপ্নের কথাও জানিয়েছেন তিনি।
“সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। যদি সুস্থ থাকি, তাহলে সুযোগ পেলে অবশ্যই ভাল খেলার চেষ্টা করব। বিশ্বকাপের মঞ্চে ভাল খেলার স্বপ্ন তো সবার থাকে। অবশ্যই দলের সবাই চাইবে ভাল করতে। সবাই তো ভাল করার জন্যই অনুশীলন করছে। অনেকে খেলবে, অনেকে খেলবে না। সবাই চেষ্টা করছে।”
অভিষেকের পর থেকে ব্যাট হাতে জ্বলে উঠতে পারছিলেন না মিরাজ। তবে সম্প্রতি সময়ে ব্যাট হাতে উন্নতি হয়েছে তার। তবে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তাই তো নিজের বোলিংয়েও এসেছে আগের তুলনায় অনেক পরিবর্তন। মানসিকভাবেও বেশ শক্ত এখন মিরাজ।
“আগের তুলনায় এখন একটু ভিন্ন ভাবে চিন্তা করছি। মানসিকভাবে একটু শক্ত হয়েছি। আর বোলিংয়ে কিছু বৈচিত্র্য এনেছি, এগুলো হয়তো কাজে দিচ্ছে। বৈচিত্র্য বলতে, আগে প্রায়ই এক গতিতেই বল করতাম। আগে সিমের পজিশন একটু অন্য রকম ছিল। সিমের গতিপথ পরিবর্তন করেছি। আগে ৪৫ ডিগ্রিতে বল করতাম। এখন ৯০ ডিগ্রিতে করছি। একটু অদলবদল করে বল করছি। গতি পরিবর্তন করে কিছু বৈচিত্র্য এনেছি।”
আরও পড়ুনঃ এই মিরাজ অনেক আত্মবিশ্বাসী
The post ‘বিশ্বকাপ মঞ্চে ভালো খেলার স্বপ্ন সবারই থাকে’ appeared first on বিডিক্রিকটাইম.
from বিডিক্রিকটাইম https://ift.tt/2J1rp0J