ভারতের বিপক্ষে উইন্ডিজের সীমিত ওভারের সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস।
দেশের হয়ে ৩৫টি ওয়ানডে ও ১৭টি টি-২০ ম্যাচ খেললেও এখনও টেস্টে অভিষেক হয়নি এই বিধ্বংসী ব্যাটসম্যানের। মূলত সীমিত ওভারের ক্রিকেটের জন্যই বোর্ডের বিবেচনায় ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় থাকার কথা ছিল ভারত সফররত উইন্ডিজ দলের ওয়ানডে ও টি-২০ সিরিজে। কিন্তু ‘ব্যক্তিগত কারণ’কে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে লুইস এই দুই ফরম্যাটের সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
বাঁহাতি এই ব্যাটসম্যান নিজেকে সরিয়ে নেওয়ায় কিছুটা বেকায়দায়ই পড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। ভারত ও বাংলাদেশ সফরে ক্রিস গেইল থাকছেন না, এটি জানা গিয়েছিল আগেই। ইনজুরির কারণে নেই আন্দ্রে রাসেলও। দলের ব্যাটিং অর্ডারের বড় অস্ত্র এবং ভরসা হিসেবে ছিলেন তাই লুইসই।
লুইস না থাকায় দুই ফরম্যাটের জন্য ভিন্ন দুই ক্রিকেটারকে দলে ডেকেছে উইন্ডিজ বোর্ড। ১৭ অক্টোবর জানানো হয়, ওয়ানডে সিরিজে লুইসের পরিবর্তে দলে খেলবেন কাইরান পাওয়েল। আর টি-২০ ফরম্যাটে তার বদলি হিসেবে মাঠে নামবেন নিকোলাস পুরান।
উল্লেখ্য, বিগত কয়েক বছরের ‘ধারাবাহিকতা রক্ষা’য় সিনিয়র খেলোয়াড়দের সাথে বোর্ডের দ্বন্দ্ব যেন থামছেই না। সাম্প্রতিক সময়ে লুইসের সাথে চুক্তি নিয়ে ঝামেলা বেঁধেছিল বোর্ডের।
একনজরে ভারত সফরে উইন্ডিজের ওয়ানডে ও টি-২০ সিরিজের স্কোয়াড
ওয়ানডে
জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কাইরান পাওয়েল, অ্যাশলে নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, ওশেন থমাস, ওবেড ম্যাককোয়।
টি-২০
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ওবেড ম্যাককোয়, অ্যাশলে নার্স, কিমো পল, খারে পিয়েরে, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, ওশেন থমাস।
আরও পড়ুন: আমিরাতে ইতিহাস গড়তে চলেছে অস্ট্রেলিয়া
The post হুট করে সরে গেলেন লুইস appeared first on বিডিক্রিকটাইম.
from বিডিক্রিকটাইম https://ift.tt/2PbsRDm