বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল শুরুর পর তিনদিনে মাত্র ৬টি ম্যাচ হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়াই আশরাফুল, নাসির আর সোহাগ গাজীরা উপহার দেন মাঠে জমজমাট লড়াই। এ পর্যন্ত মাঠের লড়াই জমজমাট হলেও টিকিটের উচ্চমূল্য থেকেছে দর্শকশূন্য গ্যালারি। আর দর্শকশূন্যতায় খুব বেশি উত্তেজনা ছড়াতে পারেনি এ ম্যাচগুলো। তবে আজ থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম কিছুটা ভিন্ন চিত্র প্রত্যাশা করছে সবাই। আর এজন্য সাধারণ গ্যালারির টিকিটের দাম কমিয়ে করা হয়েছে ২০০ টাকা। আজ চিটাগাং কিংস ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে প্রথম ম্যাচে দুপুর দু’টায়। আর সদ্ধ্যা ৬টা ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে দুরন্ত রাজশাহী। আজ থেকে আগামী চারদিনে হবে ৮টি ম্যাচ অনুষ্ঠিত শেখ আবু নাসের স্টেডিয়ামে। গত আসরে এখানে বিপিএলের কোন ম্যাচ হয়নি এ স্টেডিয়ামে।
সাকিবকে তামিমের চ্যালেঞ্জ
প্রথমবারের মতো খুলনায় বিপিএল উত্তেজনা শুরু হচ্ছে আজ থেকেই। ইতিমধ্যেই খুলনায়  পৌঁছে গেছে চারটি দল-রংপুর রাইডার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, চিটাগাং কিংস ও দুরন্ত রাজশাহী।  এ চার দলের মধ্যে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা সবচেয়ে ভাল অবস্থান নিয়েই খুলনায় নিজেদের মিশন শুরু করবে আজ। মিরপুরে দুই ম্যাচ খেলে দুটিতেই দারুণ জয় তুলে নিয়েছে তারা। খুলনায় পৌঁছে গতকাল অনুশীলন করছে ঢাকা। আর ঢাকার তারকা ক্রিকেটার নিজেদের এগিয়ে যাওয়া প্রসঙ্গে বলেছেন না না কথাও। নিজের রানে ফেরা নিয়ে কথা বলেছেন আশরাফুল। আজ দুরন্তের বিপক্ষে ম্যাচে নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে কোন দলকে ছোট করে দেখার কিছুই নেই। এখানে দুরন্ত রাজশাহী বা রংপুর রাইডার্স কাউকে হালকা ভাবে নেয়ার প্রশ্নই আসেনা।’ এছাড়াও নিজের রানে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলের এটা আমার জন্য আনেক চ্যালেঞ্জ ছিল। রানে ফিরতে পেরে ভাল লাগছে। আর দলের জন্য অবাদান রাখতে পেরেছি সে হিসেবেও ভাল লাগছে। আর একটি দলে একজন ব্যাটসম্যান শুরুতে পঞ্চাশের ওপর রান করলে সেই দলের জন্য লড়াইটাও ভাল হয়।’ তবে আশরাফুল নিজেদের জয়ের ধরা ধরে রাখার কথাও বলেছেন জোরালোভাবেই। এছাড়াও আজ ঢাকার হয়ে মাঠে নামছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার আলফেন্সো থমাস। তবে তিনি কার পরিবর্তে মাঠে নামবেন তা এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে প্রথম দুরন্ত রাজশাহী প্রথম ম্যাচে ৯৯ রানে আল আউট হওয়ার পরও তামিম ইকবালের নেতৃত্বে চিটাগাং কিংসের বিপক্ষে ২ রানের দুর্দান্ত জয় তুলে নেয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে পেসারদের ব্যর্থতায় আর নাজমুল মিলন ও চিগুম্বুরার অসাধারণ অপরাজিত ৭০ রানের জুটিতে সিলেটের বিপক্ষে ৪ উইকেটে হেরে যায়। প্রথম দু’ম্যাচে দুরন্ত অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। কিন্তু আগেই ঘোষণা ছিল দুরন্তর অধিনায়ক হবেন সাইমন ক্যাটিচ। আর গতকালই দলের সঙ্গে এ অস্ট্রেলিয়ান খুলনাতে পৌঁছে গেছেন। আর সেখানে তিনি বাংলাদেশের উইকেট ও নিজের দল সম্পর্কে ধারা নিয়েছেন। আর বলেন, ‘আমি এ প্রথম বাংলাদেশে। তবে আমি এখানকার কন্ডিশন সম্পর্কে শুনেছি। এখানে স্পিনারা বেশি সহায়তা পায় উইকেট থেকে। তবে দলের ক্রিকেটারদের নিয়ে আশা করি জয়ের ধারায় ফিরতে পারবো।’ এছাড়াও তার সঙ্গে দুরন্ত রাজশাহীর দলের সঙ্গে যোগ দিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ড্যান এডমেন্সনও। আজ দু’জনকে মাঠে দেখা যেতে পারে বলে জানা গেছে। ঘুরে দাঁড়াতে চায় চিটাগাং কিংস . প্রথম আসরে দুরন্ত রাজশাহীকে হারিয়ে যাত্রা শুরু করেছিল চিটাগাং কিংস। কিন্তু দ্বিতীয় আসরে সে দুরন্তর বিপক্ষে হেরেই যাত্রা করে। এছাড়া এবার বিপিএলের ৭ম দল হিসেব যুক্ত হওয়ার রংপুর রাইডার্সও ঢাকার বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ দিয়ে শুরু করে। কিন্তু রংপুরে দেশীয় তারকা নাসির হোসেনের ৪৬ বলে করা ৮০ রান ঢাকার কাঁপন ধরিয়ে দেয়। সাকিব আল হসানের বলে আউট না হলে হয়তো রংপুরকে ঢাকার সঙ্গে ৩৫ রানে হারতে হতো না। নাসির হাঁকিয়েছেন ৫টি চার ও ৬টি ছয়ের মার। এছাড়াও রংপুরের বিদেশী তারকা নীল ও’ব্রেন ও কেবিন ও’ব্রেন। এর মধ্যে প্রথম ম্যাচে নীল ও’ব্রেন করেছেন অপরাজিত ৪০ রান। তাই দলটি নতুন হলেও কারও হালকাভবে নেয়ার মতো না। তবে রংপুর ও চিটাগাং একটি করে ম্যাচ খেলে পরাজয় নিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়  নিয়েই আজ মিশন শুরু খুলনায়। রংপুর প্রথম ম্যাচে হারলেও খুলনায় শুরু করতে চায় জয় দিয়ে। এ বিষয়ে দলের উপদেষ্টা ফারুক আহমেদ বলেন, ‘সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। আমরা একটা ম্যাচ হারলেও সামনে অনেক ম্যাচ পড়ে আছে। আমরা খুলনা থেকে জয় দিয়ে পরবর্তী মিশন শুরু করতে চাই।’ অপরদিকে, চিটাগাং কিংসের শুরুটা হয়েছে নাটকীয় এক পরাজয় দিয়ে। শনিবার নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীর বিরুদ্ধে ৯৯ রান তাড়া করতে ব্যর্থ হয়েছে দলটি। তবে চিটাগাংয়ের কোচ খালেদ মাহমুদ সুজন আত্মবিশ্বাসী ঘুরে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, ‘আমাদের দল অনেক ভাল। কিন্তু সেটা আমরা প্রথম ম্যাচে হয়তো করে দেখাতে পারিনি। তবে আমাদের স্থানীয় ক্রিকেটাররা অনেক ভাল করেছে। আশা করছি সেটা তারা ধরে রাখবে এবং বিদেশী ক্রিকেটাররাও নিজেদের সেরাটা দেখাবে। আমরা খুলনায় নতুন করে শুরু করতে চাই।’