স্পিন জাদুতেই কপুকাথ অ্যান্ড্রু স্ট্রাউসের বাহিনী !!!!!

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগে ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের ভয় ছিল টাইগার স্পিনারদের নিয়ে । ম্যাচের আগের দিন তাই তিনি বলেছিলেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশের স্পিনাররা খুবই ভয়ঙ্কর । তার কথা যে ঠিক ছিল তার প্রমাণ ইংলিশদের সংগ্রহ ২২৫ । এটাকে বড় কোনো স্কোর বলা যায় না । বিশ্বকাপে আগের তিন ম্যাচে জ্বলে উঠতে না পারলেও চতুর্থ ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন রাজ্জাক-সাকিব-নাঈম-রিয়াদরা। ইংল্যান্ডের ১০ উইকেটের মধ্যে সাতটিই শিকার করেছেন লাল-সবুজদের স্পিনাররা । গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের স্পিনারদের দাপটে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা । টাইগারদের চার স্পিনারের মারাত্মক বোলিংয়ে শেষ পর্যন্ত তারা ৪৯.৪ ওভারে ২২৫ রানেই গুটিয়ে যান । প্রিয়রকে ফিরিয়ে দিয়ে বল হাতে বাংলাদেশের স্পিন জাদুকর আবদুর রাজ্জাক ইংল্যান্ডের পতন শুরু করেন। আর পেসার রুবেলের বলে মাহমুদুল্লাহ রিয়াদ পল কলিংউডকে রানআউট করার মধ্য দিয়ে শেষ করেন ইংলিশ ইনিংসের । অবশ্য টাইগার পেসাররাও দুটি উইকেট নিয়ে স্বল্প পুঁজিতে ইংল্যান্ডকে বেঁধে রাখায় সহায়তা করেন । নাঈম ২৯ রানে, রাজ্জাক ৩২ রানে ও অধিনায়ক সাকিব ৪৯ রানে দুটি করে উইকেট পেলেও রিয়াদ ৩০ রানে পান একটি উইকেট । অপরদিকে পেসার শফিউল ও রুবেল ৪৩ ও ৪০ রানে পান একটি করে উইকেট। বাংলাদেশের জন্য টার্গেট ২২৫ কিছুই না, তবে প্রতিপক্ষ ইংল্যান্ড তাই জয় সহজে ভাবা অসম্বভ বাংলাদেশ বাটিং জিনিয়াস তামিম ঘরের মাটিতে ভালো কিছু করার আভাস দিলেন তিনি ২৬ বলে করেন ৩৮ রান ,তার পর জুনাইদ এর চিরচেনা রানআউট,মিডল অর্ডার এর পরিবর্তন করে দেয়া হলো দায়ত্ব রকিবুলের কাদে কিন্তু আবারও বার্থ,রানের খাতা না খুলেই সাজঘরে এখন বাংলাদেশের দরকার একটা পার্টনারসিপ দায় সাকিব ও ইমরুলের কাধে জুটি হলো ও বটে সাকিব ৫৮ বলে ৩২ রান করে সুয়ানের বলে বল্ড হন তারপর আর এক সেট বাট্সমান ইমরুল ১০০ বলে মাচ সেরা ৬০ করে রানআউট এর শিকার হন তখনও বাংলাদেশ অনিস্চয়্তায়,তার পরের কাহিনী সবসময়ের মুস্ফ্রিক,নায়ীম ও রাজ্জাকের এর আসা যাওয়া , এই অবস্তায় দলের কান্ডারী মাহমুদুল্লাহ রিয়াদ ও তার সঙ্গে বোলার শফিউল জয়ের জন্য দরকার ৫৮ রান ৬২ বলে সফিউলের মারমুখী ২৪ বলে ২৪ ও মাহমুদুল্লাহ এর ৪২ বলে ২১ বাংলাদেশের বাটিং পাওযার প্লে কাজে লাগিয়ে ৬ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ