মুস্তাফিজকে হারিয়ে দুশ্চিন্তায় রাজশাহী কিংস

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চোটে পড়েছিলেন। পচেফস্ট্রুমে প্রথম টেস্ট খেলেছেন। তার পর চোটের কারণে আর কোনো ম্যাচে নামতে পারেননি। সেই চোটই মুস্তাফিজুর রহমানের জন্য বাধা হয়ে দাঁড়াল। গতবারের মতো বিপিএলের পঞ্চম আসরও মিস করতে যাচ্ছেন কাটার মাস্টার। চোট থেকে সেরে উঠতে মাস খানেকের ধাক্কা।

বিপিএলের শেষের কয়েকটি ম্যাচ খেলার সুযোগ থাকলেও তাকে ঝুঁকি না নিতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ফলে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে রাজশাহী কিংস। তাকে ঘিরেই পদ্মাপাড়ের দলটি বোলিং আক্রমণ সাজাতে চেয়েছিল। মুস্তাফিজের না থাকাটা নিশ্চয় তাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

চোট কাটিয়ে কবে নাগাদ ফিরতে পারবেন জানেন না মুস্তাফিজ। শুধু এটুকু বলেছেন, ‘কবে ফিরতে পারব জানি না। আরো দুই সপ্তাহ পর আমার পুনর্বাসন প্র্রক্রিয়া শুরু হবে। এখনও ফোলা রয়েছে।’

বিসিবি’র চিকিৎসক দেবাশীষ বলছেন, ‘গতকাল (বুধবার) থেকে আমরা ওকে ফিজিওথেরাপি দেওয়া শুরু করেছি। প্রথম দিনে উন্নতি বেশ ভালো। ক্লিনিক্যালি উন্নতি হলেও স্ক্যান রিপোর্ট বলছে এটা গ্রেড ২ ইনজুরি। আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব। আগামী দু’দিন শরীরের ওজনটা অল্প পরিমানে বহন করবে। ফিজিওথেরাপি চলবে। সম্পূর্ণ ইনজুরিমুক্ত না হয়ে খেললে এই ইনজুরিতে আবার পড়তে পারে। এ জন্য বিপিএল না খেলতেই পরামর্শ দিচ্ছি।’

বিপিএলের মাঝামাঝি সময়ে হয়তো সুস্থ হয়ে উঠবেন মুস্তাফিজ। কিন্তু দেবাশীষ পুরোপুরি সুস্থ্য না হয়ে খেলতে বারণ করছেন, ‘ওর ইনজুরির আজকে ১৩তম দিন। আরো দুই সপ্তাহ বিশ্রাম নেবে। সেক্ষেত্রে এক মাস এই ইনজুরি থেকে সেরে ওঠার জন্য বেশ ভালো সময়। তবে এই এক মাস কিন্তু ও অনুশীলনের বাইরে। সেক্ষেত্রে বেশ কিছুদিন সময় দিতে হবে রিহ্যাবের জন্য। এখন এটা নির্ভর করবে মোস্তাফিজের ওপর। ও যেহেতু পেস বোলার তাই আমরা চাইব সুস্থ হওয়ার পর ও কিছু রিহ্যাব করুক।’