কম বলে ফিফটির রেকর্ডে আশরাফুলের

আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম (কম বলে) ফিফটির রেকর্ডে আশরাফুলের স্থান দ্বিতীয়। আর মিনিটের দিক দিয়ে তার স্থান সবার ওপরে। ২৪ বলে ফিফটি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। আর ২৬ বলে দুজন। একজন বাংলাদেশের আশরাফুল। আরেক জন পাকিস্তানের শহীদ আফ্রিদি। আর আর সবচেয়ে কম সময় ২৭ মিনিটে ফিফটির রেকর্ডে আশরাফুল শীর্ষে। গতকাল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি রংপুর রাইডার্সের বিপক্ষে হাঁকালেন ৩০ বলে ফিফটি। তাই তার জন্য এতো কম বলে ফিফটি কোন ব্যতিক্রম কিছু নয়। বলাচলে চেনা রূপেই ফিরলেন এই ব্যাটসম্যান। আশরাফুলের এমন দূরদান্ত দিনে ঢাকা আবারও দু’শ’ ছাড়ানো স্কোর গড়লেন। বিপিএলে ঢাকার সর্বোচ্চ স্কোর ছিল প্রথম আসরে ২০৮/৫ বরিশালের বিপক্ষে, দ্বিতীয় আসরে প্রথম ম্যাচে ২০৪/৪ খুলনা রয়েল বেঙ্গলের বিপক্ষে আর দ্বিতীয় ম্যাচে সংগ্রহ করে ২০২/৫ রান রংপুর রাইডার্সের বিপক্ষে। আর এইটি আশরাফুলের ক্যারিয়ার সেরা ব্যাটিং। আশরাফুল এই পর্যন্ত আন্তর্জাতিক ২২টি। তার মধ্যে ফিফটি হাঁকিয়েছেন ২টি। আর ৫০টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন ৪টি। গতকাল রংপুরের বিপক্ষে তিনি শুধু ফিফটিই হাঁকাননি, তিনি করেছেন ৬৮ বলে ৭৩। আর এই ইনিংস সাজিয়েছেন ৮টি চার ও ৩টি ছয়ের মারে। বিপিএলের প্রথম আসরে আশরাফুল ১১ ইনিংসে ২৫৮ রান সংগ্রহ করেছিল ১টি ফিফটিতে ভর করে। আর দ্বিতীয় আসে প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ১১ বলে ২২ আর দ্বিতীয় ম্যাচে ৭৩ করে রান মো. আশরাফুল। আনামুল হক বিজয়কে নিয়ে তিনি গড়ে তোলেন ২৩ বলে ৫৭ রানের জুটি। আর এই জুটিই ঢাকা গ্ল্যাডয়েটর্সকে দ্বিতীয় বারের মতো ২শ’ ছাড়ানো ইনিংস গড়তে বড় ভূমিকা রাখে।