সাকিব তামিমের আচরণ নিয়ে আলোচনা করতে বিসিবির আজ বসবে


লজ্জাজনক জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়েছে বেশ আগে কিন্তু রেশ রয়ে গেছে তার আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদের সভায় জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বিশদ আলোচনা হবে শুধু দলীয় পারফরম্যান্স নয়, আলোচনার এজেন্ডার উপরের দিকে থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তামিম ইকবালের আচরণবিষয়ক রিপোর্টও
বিসিবির অন্য যে কোনো সময়ের সভার চেয়ে আজকের সভার গুরুত্ব অনেক বেশি বলেই মনে করেন বোর্ড পরিচালকরা কেননা ক্রিকেটাররা যেভাবে লাগামহীন হয়ে পড়ছেন, তাতে ক্রিকেটের ভবিষ্য শঙ্কার মেঘে ঢাকা পড়তে যাচ্ছে এমনটা ভেবে শঙ্কিত বিসিবি পরিচালকরা ক্রিকেটাররা যাতে দেশের কথা ভেবে খেলেন এবং তাদের আচরণ যাতে সংযত হয়, সেসব ঠিক করতেই আজ পরিচালকদের সভায় অলোচনা হবে ক্রিকেট দলের এবং ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে জিম্বাবুয়ের সফরের হেড অব ডেলিগেট শফিকুর রহমান মুন্না, কোচ স্টুয়ার্ট , নির্বাচক হাবিবুল বাশারের রিপোর্ট নিয়েই আলোচনা হবে রিপোর্ট জমা দিয়েছেন স্বীকার করে বিসিবি সিইও মঞ্জুর আহমেদ বলেন, 'আমরা কোচ স্টুয়ার্ট লয়ের রিপোর্ট পেয়েছি তার রিপোর্ট দেখে ভবিষ্যতের পরিকল্পনা সারব আজকের সভায়'
জিম্বাবুয়ে সফরে টেস্ট চলাকালীন প্রতিপক্ষের এক পেসারকে 'Ordinary' বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন সহ-অধিনায়ক তামিম তার এমন মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছিলেন কোচ লয়ের এই বিরক্তি মেনে না নিয়ে তর্কে লিপ্ত হয়েছিলেন তামিম তার সঙ্গী ছিলেন দলের দুই সতীর্থ অধিনায়ক সাকিব উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে বাংলাদেশ ১৩০ রানে হেরেছিল ছয় বছর নির্বাসন থেকে ফিরে আসা জিম্বাবুয়ের কাছে গত পাঁচ বছরে যে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ, এবার হারারেতে সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের সংশয়ে পড়েছিল সাকিববাহিনী সিরিজ চলাকালীন ড্রেসিংরুমে হেড অব টিম ডেলিগেটস এবং নির্বাচক বাশারের ওপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেন অধিনায়ক সাকিব ছাড়া দল নির্বাচনের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখান বাংলাদেশ অধিনায়ক এসব নিয়েই আজকের সভায় আলোচনা হবে সভার এজেন্ডায় রয়েছে বাংলাদেশ 'A' এবং জুনিয়র দলগুলোর পারফরম্যান্স নিয়েও আলোচনা হবে
ভবিষ্যতে যাতে ক্রিকেটাররা কোনো ধরনের 'Code Of Conduct' ভাঙতে না পারেন, তার ওপর ক্রিকেটারদের সতর্ক করতে নতুন নিয়ম-নীতি নির্ধারণও আজ হতে পারে সভায়