একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের দ্বিতীয় বোলার হিসেবে দেড় শ' উইকেট শিকারের মাইলফলক টপকে গেলেন মাশরাফি বিন মর্তুজা ।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের দ্বিতীয় বোলার হিসেবে দেড় শ' উইকেট শিকারের মাইলফলক টপকে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের পক্ষে এর আগে দেড় শ' উইকেট শিকারের মাইলফলক অতিক্রম করেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ১২০ খেলায় রাজ্জাকের উইকেট ১৭৩টি। সমান খেলায় ১৫১টি উইকেট নিয়ে তার ঠিক পরেই আছেন মাশরাফি। তার সেরা বোলিং ৬/২৬। ৪ উইকেট নিয়েছেন ৪ বার। ৫ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন ১ বার। গড় ৩০.৮৬। ওভার প্রতি রান দিয়েছেন ৪.৬৭। স্ট্রাইক রেট ৩৯.৬। একদিনের ক্রিকেটে মাশরাফি প্রথম মাঠে নামেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালের ২৩ অক্টোবর। বারবার চোটের কারণে দল থেকে সরে দাঁড়াতে হলেও লড়াই থামাননি তিনি। প্রতিবারই ফিরে এসেছেন তার চির চেনা রূপে। এবারের বিশ্বকাপেও খেলা হয়নি চোটের কারণে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে দলে ফিরেই দারুণ খেলেছেন। ২ খেলায় ২৯ গড়ে নিয়েছেন ৫ উইকেট। তৃতীয় খেলাতেও নেন ৩ উইকেট। ৯ ওভার বল করে দিয়েছেন ৮০ রান। তবে ফিরিয়ে দিয়েছেন মাইকেল ক্লার্ক, ক্যালাম ফার্গুসন ও মিচেল জনসনকে। ফার্গুসনকে ফিরিয়ে দিয়ে নিজের ১৫০তম উইকেট নেন মাশরাফি।