google

Loading

facebook

নাফিসের কণ্ঠে দৃঢ়তার সুর

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বিশ্বকাপকে পিছনে ফেলে আবার সামনে নিয়ে এসেছে ক্রিকেটীয় উন্মাদনা। সবুজ চত্বরের উপর আগামী ৯ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। শক্তির বিচারে বড্ড বেমানান। তুলনা দেওয়ার ক্ষেত্রটাও ক্ষুদ্র। কিন্তু এই ক্ষুদ্র ক্ষেত্রের মাঝেও স্বপ্নের জাল বুনতে পারেন একজন ভক্ত। শাহরিয়ার নাফিসের কথা শুনে হয়তো সেই ভক্তের স্বপ্নের পরিধিটা আরও একটু বিস্তৃত হবে। গতকাল বাংলাদেশ দল সকালে অনুশীলন সেরে নিয়েছে। বিকালে অস্ট্রেলিয়ার দলের অনুশীলনের কথা থাকলেও তারা আসেনি। দীর্ঘ আকাশ পথে ভ্রমণ শেষে অস্ট্রেলিয়া দল বিশ্রাম নিয়েই কাটিয়েছে গতকাল। বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে কথা বললেন শাহরিয়ার নাফিস। বিশ্বকাপে দুই ম্যাচ থেকে ৪২ রান সংগ্রাহী এই ব্যাটসম্যান জানালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের লক্ষ্যের কথা। 'আমরা বিশ্বকাপ শেষে দশ দিন বিশ্রাম নিয়েছি। এরপর আবারও অনুশীলন শুরু হয়েছে। সবার মাঝেই ভালো ক্রিকেট উপহার দেওয়ার মানসিকতা সৃষ্টি হয়েছে এই কয়দিনে। অস্ট্রেলিয়াকে আমরা ভালোভাবেই মোকাবিলা করতে চাই।' শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার দুর্বলতার কথাও বললেন। 'অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুর্বলতা তাদের দলে অনেক ক্রিকেটারই নতুন। ওয়াটসন, ক্লার্কের মতো কিছু ক্রিকেটার ছাড়া বাকিরা মাত্র শুরু করেছে বলা যায়। সে হিসেবে আমরা অনেক এগিয়ে আছি।' শহারিয়ার নাফিস অস্ট্রেলিয়ার চেয়ে নিজেদেরকে কিছুটা এগিয়েই রাখছেন। সেই সঙ্গে তিনি জানালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সতর্কও থাকতে হবে। 'বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিজেদের প্রত্যাশা অর্জন করতে পারেনি। সেই হিসেবে তারা চাপেই থাকবে। এবং ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবে। সে জন্য আমাদেরকেও সতর্ক হয়েই খেলতে হবে।' বিশ্বকাপে বাংলাদেশ দল ভালোই করেছে বলে মনে করেন নাফিস। 'ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের পরাজয় দুটোকে বাদ দিলে বিশ্বকাপে আমরা ভালোই খেলেছি। বিশেষ করে গত বছরের ছয়-সাত মাস তো আমাদের ক্রিকেটের সবচেয়ে ভালো সময় কেটেছে।' মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইকেট একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। শাহরিয়ার নাফিসও স্বীকার করলেন কথাটি। 'এই উইকেটে বড় স্কোর করা কঠিন। ২৩০ রানই অনেক ভালো স্কোর এখানে। প্রথমে ব্যাট করে ২৩০ রানের উপরে যেতে পারলে সুযোগ সৃষ্টি করা সম্ভব।' শাহরিয়ার নাফিস সবচেয়ে বেশি বললেন স্পিনারদের কথা। অস্ট্রেলিয়া স্পিনে কিছুটা দুর্বল। শেন ওয়ার্ন চলে যাওয়ার পর তাদের তেমন ভালো কোনো স্পিনারও আসেনি। সেই হিসেবে বাংলাদেশ তো কিছুটা এগিয়ে থাকবেই। 'আমাদের দলে তিনজন বিশ্ব মানের স্পিনার আছেন। তারা যে কোনো সময়ই দলের পক্ষে জ্বলে উঠে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম।' অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল কেমন করবে তা এখনই বলা মুশকিল। তবে একটি দৃপ্ত বাংলাদেশকেই দেখতে চাইবেন ভক্তরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

adsvert

adsgem

Conduit

Powered by Conduit