তবু আশাবাদী তামিম !

চলতি বিশ্বকাপে বাংলাদেশের সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ আছে। কোয়ার্টার ফাইনাল খেলা একেবারে অসম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, হার্ডহিটিং ব্যাটসম্যান তামিম ইকবাল। ওয়েস্টইন্ডিজের সঙ্গে হতাশাজনক নৈপুণ্যের কারণে দেশবাসীর প্রত্যাশার উপর যে আঘাত এসেছে তা কাটিয়ে ওঠার জন্য সবার সার্বিক সমর্থন কামনা করেন এই ওপেনার। ইংলিশদের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে চট্টগ্রামের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শনিবার রাতে বন্দরনগরীতে আসে জাতীয় দল। টানা দু’দিন অনুশীলন করেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ৫৮ রানের লজ্জাজনক পরাজয়ের গ্লানি মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন সাকিববাহিনীর মূল লক্ষ্য। তাই কঠোর অনুশীলনে ব্যস্ত সময় দিনাতিপাত করছেন চলতি এই আসরের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখানো সাকিব-তামিম-মুসফিকরা। আগামী ১১ মার্চ এই ভেন্যুতেই সফরকারীদের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিকরা। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম বলেন, আমরা অতীত নিয়ে ভাবছি না। এখন শুধু ইংল্যান্ড আর নেদারল্যান্ড ম্যাচ নিয়ে চিন্তা। এজন্য হোমওয়ার্ক করছি। সবাই সর্বোচ্চ উজাড় করে দিয়ে প্রস্তুতি নিচ্ছি। শুক্রবার চট্টগ্রামে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার আগে হতাশ, বিধ্বস্ত দলটিকেই নতুন করে চাঙ্গা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দলের সব ক্রিকেটারই। বসে নেই টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয় বি গ্রুপ থেকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল সমীকরণকে অনেকটাই কঠিন করে দিয়েছে। কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই আমাদের। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এমন একটি লড়াইয়ে মাঠে নামার আগে নিজের আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তামিম। তিনি বলেছেন, আমার মনে হয়, কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে দলকে নতুন করে গোছানো হচ্ছে। সব বিভাগেই কাজ চলছে। তবে, ব্যাটিং নিয়েই একটু বেশি সিরিয়াস সবাই। তামিম স্বীকার করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল একটি দুঃস্বপ্ন, একটি দুর্ঘটনা। ওই দুঃস্বপ্ন থেকে আমরা বেরিয়ে আসতে চাই।
সুত্র : আমার দেশ