টস নিয়ে ভাবছে না বাংলাদেশ !!!

তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা মরার লড়াই। হারলেই বাংলাদেশের বিশ্বকাপ অনেকটা শেষ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই একটু বাড়তি চাপের মধ্যে লাল সবুজরা। তবে চাপকে উড়িয়ে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, 'গত দুদিন থেকে আমরা কঠোর অনুশীলন করছি। প্রস্তুতি ভালো। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে সুযোগ রয়েছে।' গত দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে না পারার প্রসঙ্গে সাকিব বলেন, 'আমরা আসলে আমাদের স্বাভাবিক খেলাটাও প্রদর্শন করতে পারিনি। তবে এ ম্যাচে কামব্যাগ করা সম্ভব।' ওয়েস্ট ইন্ডিজে হারের অভিজ্ঞতা এ ম্যাচে কাজ দিবে বলে জানালেন অধিনায়ক। টস সম্পর্কে সাকিব বলেন, 'টস নিয়ে কোনো চিন্তা করছি না। আমাদের টার্গেট ভালো ক্রিকেট খেলা। ব্যাটিং আগে করি বা পরে করি সেটা কোনো ব্যাপার নয়।' গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যাওয়ার বেদনা ভুলতে চান টাইগাররা। তবে দলের সবাই জয়ের জন্য মুখিয়ে আছে বলে জানালেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দলে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বন্দরনগরী মুক্ত আবহাওয়ায় ফুরফুরে ম্যাজাজেই আছেন টাইগাররা। প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই যত ভয় দর্শকদের মনে। তবে সাকিব ইংল্যান্ডকে মূল্যায়ন করতে গিয়ে বলেন, 'ইংল্যান্ড অনেক ভালো দল। বিশেষ করে ইয়ান মর্গান অনেক ভলো খেলোয়াড়। তবে সেটা নিয়ে আমরা ভাবছি না। আমি মনে করি ভালো ক্রিকেট খেললে আমাদের ভালো জয় পাওয়া চাঞ্জ আছে।' সাকিব ব্যক্তিগত পারফরম্যান্স সম্পর্কে বলেন, 'আমি পারফরম্যান্স নিয়ে খুশি। তবে এখনো কিছু জায়গা আছে। সেখানে উন্নতি করতে হবে।'