বাংলাদেশের সামনে আনপ্রেডিক্টেবল ইংল্যান্ড

ক্রিকেটের আনপ্রেডিক্টেবল দল হিসাবে ব্যাপক পরিচিতি রয়েছে পাকিস্তানের। আনপ্রেডিক্টেবল এজন্যই যে, পাকিস্তানিরা সহজেই জেতা ম্যাচে যেমন দেখতে দেখতে হেরে যায়, তেমনি অনেক কঠিন ম্যাচও মুহূর্তেই নিয়ে আসতে পারে নিজেদের করায়ত্তে। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে নতুন করে আনপ্রেডিক্টেবল হিসাবে দেখা দিয়েছে ক্রিকেটের আতুরঘর ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদেরও সাম্প্রতিক পারফরমেন্সে তাদরেকে আনপ্রেডিক্টেবল বললে বোধ হয় ভুল বলা হবে না। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ক্রিকেটে অনেকটা নতুন নেদারল্যান্ডকে পাত্তাই দেয়নি এন্ড্রু স্ট্রাউস-এর বাহিনী। মারদাঙ্গাভাবে খেলে কমলাদের বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নেয় তারা। তার পরের খেলায় গত দুই মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন এক ইংল্যান্ডকে দেখলো বিশ্ববাসী। আইরিশদের কাছে ৩ উইকেটে হেরে লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছিলো তাদের। গতকাল মঙ্গলবার ইংলিশ ক্রিকেট দলের প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নও ছিলো অনেকটা এমন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মরগান ইংল্যান্ডকে আনপ্রেডিক্টেবল বলেলনি ঠিকই, তবে তাদের দলের সাম্প্রতিক এমন চমক জাগানো পারফরমেন্সের বিষয়টি উপেক্ষাও করতে পারেননি। ইংল্যান্ডের পরবতর্ী খেলায় প্রতিপক্ষ হিসাবে সামনে আসছে বাংলাদেশ। আগামীকালের এ খেলায় নিজ দেশে বাংলাদেশের বিরুদ্ধে কোন্ রূপে নামবে ইংল্যান্ড তা এখন দেখার বিষয়। বাংলাদেশের তুলনায় যে কোন হিসাবে ফেবারিট ইংল্যান্ডকে যদি কাল মাঠে ফেবারিট হিসাবেই আবিভর্ূত হতে দেখা যায় তাহলে জয়ের সম্ভাবনাটা কঠিন হয়ে দেখা দিবে স্বাগতিক টাইগারদের জন্য। আর আনপ্রেডিক্টেবল হিসাবে ইংল্যান্ডের ভূমিকা থাকলে বাংলাদেশ জয় পেয়েও যেতে পারে সফরকারীদের আনপ্রেডিক্টেবল খারাপ খেলার বদৌলতে।