ভাগ্যে নয়, খেলেই জিতেছি: সংবাদ সম্মেলনে সাকিব

সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান বললেন, ভাগ্যের জোরে নয়, ভালো খেলেই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সাকিব এও স্বীকার করলেন, আট উইকেট হারানোর পর দলের এই বিজয় তার কাছেও অবিশ্বাস্য মনে হয়েছে। "এটা দারুণ এক জয়, আমি ভাবতেও পরিনি যে শেষ পর্যন্ত আমরাই জিতব। এটা আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে।" চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪৯ ওভার ৪ বলে ২২৫ রানেই ইংল্যান্ডকে বেঁধে ফেলে বাংলাদেশের বোলাররা। সাকিব বলেন, "ইংল্যান্ড ২২৫ রান করার পর আমার মনে হয়েছিল, জয় সম্ভব।" কিন্তু জবাব দিতে নেমে এক পর্যায়ে ৮ উইকেট হারিয়ে সহজ ম্যাচটাও কঠিন করে ফেলে টাইগাররা। তবে শেষ পর্যন্ত ৪৯ ওভারে দলতে জিতিয়েই মাঠ ছাড়েন শফিউল ইসলাম ও মাহামুদুল্লাহ রিয়াদ। হাতে তখনো দুটি উইকেট। শ্বাসরুদ্ধকর এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের স্বপ্নও বাঁচিয়ে রাখলেন তারা। ম্যাচ শেষে সাকিব বললেন, সহযোদ্ধাদের প্রতি বিশ্বাস ছিল তার। "আজ সবাই ভালো খেলেছে। আজ আমরা দেখিয়েছি, যে কোনো পরিস্থিতিতে জয় বের করে আনতে পারি আমরা।" এই অভাবিত জয়ে ভুলগুলোর কথা ভোলেননি ওয়ানডেতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। বাংলাদেশের ইনিংসের রান আউটগুলোর দিকে আঙুল তুলে সাকিব বলেন, "আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে।" ওই আউটগুলোই বাংলাদেশ দলকে হারিয়ে দিতে বসেছিল। ইংলিশ অধিনায়ক এন্ড্রু স্ট্রাউস অবশ্য মনে করেন, টসে হেরেই আসলে ম্যাচ হেরেছে তার দল। টসে জিতলে আগে ব্যাট করতেন জানিয়ে তিনি বলেন, "এই উইকেটে দ্রুত রান তোলা কঠিন। খুবই স্লো উইকেট এটা।" মাঠের শিশিরও ইংল্যান্ড দলকে ভুগিয়েছে বলে জানান তিনি। তবে স্ট্রাউস মনে করেন, বাংলাদেশের বিপক্ষে হারলেও বিশ্বকাপ জয়ের আশা পুরোপুরি নিভে যায়নি ইংল্যান্ডের। "আমরা এখনো ছিটকে পড়িনি। আমাদের পারফরম্যান্সও পড়ে যায়নি।" বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইমরুল কায়েস। তবে তার মতে, বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে দলকে জয়ের পথ দেখানো পেসার শফিউল ইসলামও ম্যান অব দ্য ম্যাচ হতে পারতেন। বল হাতেও ৪৮ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। কায়েস বলেন, "আমি সারাক্ষণই চেষ্টা করে গেছি ইনিংসটাকে লম্বা করতে; আর অন্যদের সঙ্গ দিতে।"