বাংলাদেশের সঙ্গে খেলতে পারছেন না পিটারসেন !!!

হার্নিয়া অস্ত্রোপচারের জন্য দেশে ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসেন। তার বদলে দলে নেয়া হতে পারে ইয়ন মর্গানকে। এ জন্য ছয় সপ্তাহ পিটারসেনকে দর্শক হয়ে থাকতে হতে পারে। ফলে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। বাংলাদেশের বিপক্ষেও মাঠে দেখা যাবে না তাকে। ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা ১১ মার্চ, চট্টগ্রামে। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলার সময় ব্যথা অনুভব করেন পিটারসেন। খেলায় ৬ রানে জেতে ইংল্যান্ড। পিটারসেন সোমবার সকালে টুইটারে লেখেন, "আমি আজ (সোমবার) রাতে দেশে ফিরে যাচ্ছি। খেলতে পারছি না বিশ্বকাপ ক্রিকেট ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।" একে তিনি খুবই হতাশাজনক বলে বর্ণনা করেন। তবে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগেই তিনি মাঠে ফেরার মতো সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। কার্ডিফে এই টেস্ট শুরু হবে ২৬ মে।
চেন্নাইয়ের স্পিন-সহায়ক উইকেটে কেভিন পিটারসেনের অফ-স্পিনের ওপর নির্ভর করা ছাড়া কোনো উপায় ছিল না অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের। ওই বল করার সময়ই ব্যথা অনুভব করেন পিটারসেন। ৮ ওভার বল করে ৩০ রান দেন তিনি। তবে কোনো উইকেট পাননি। বিশ্বকাপে পিটারসেনকে দেখা গেছে নতুন ভূমিকায়। ইনিংসের উদ্বোধন করেন তিনি স্ট্রাউসের সঙ্গে। রান করেন ৩৯, ৩১, ৫৯ ও ২। অস্ট্রেলিয়া সফরে আঙ্গুলে চোট পাওয়ায় বিশ্বকাপ দলের বাইরে রাখা হয়েছিল ইয়ন মর্গানকে।


সুত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০৮ ঘ.